Training School History
Police Telecom Training School is one of the oldest training school of Bangladesh Police. It was established in 1967.In 1982 Martial Law Committee on Organizational Set Up has approved Police Telecommunication organizational set up and in that organogram Police Telecom was included. Police Telecom is a specialized unit of Bangladesh Police that is responsible for installing, operating and maintaining the wireless communication system for all the units of Bangladesh Police. Police Telecom training School provides training about radio communication maintenance and operation.
To make police person skilled on IT, IT Training Section also been included in the Police Telecom organogram in 2011 and started training in 2013. IT Training Section runs various useful IT related courses.

Training Section
- Telecom Officer ASP (Telecom Training school)
- Telecom Officer ASP (IT Training school)
Telecom Training
IT Training School
- Telecom Training School Courses
- Basic Wireless Training
- Radio Mechanic Training
- Mast Mechanic Training
- Short Wireless Training
- ASI Refresher Training
- Skill Development Training
- Basic Computer Operation for 999
- Basic Computer Network
- Basic Excel
- Basic Computer Hardware & Maintenance
Publications
Telecom & IT Training Section published some important books that are related to running courses.

Betar Nitimala-2017

Radio Makanik Course

Betar Moulik Course

Basic Networking Course

Basic Excel Course
Training Lab

প্রেস নোট
গত ২৪ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখে রাজারবাগ ̄’ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ টেলিকম ট্রেইনিং উইংয়ের আয়োজনে Workshop on DMR Tier-III Interoperability: Challenges and Possible Solutions শীর্ষক দিনব্যাপী ০১টি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন জনাব একেএম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি, ডিআইজি (এঅ্যান্ডঅ্যাফ) টিঅ্যান্ডআইএম পুলিশ, ঢাকা মহোদয়। উক্ত কর্মশালায় টিঅ্যান্ডআইএম পুলিশ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথি বক্তাসহ,
বিটিসিএল ও বিটিআরসি এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।
প্রধান অতিথি ডিএমআর টায়ার-৩ সংক্রান্ত , বর্তমান চেলেঞ্জ ও ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাতকরতঃ কর্মশালার লক্ষ ̈ ও উদ্দেশ ̈কে সামনে রেখে সম্ভাব ̈ যৌক্তিক সমাধান বের করে আনার বিষয়ে উপস্থিত বিশেষজ্ঞ আলোচকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে কর্মশালাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন একেএম সাজ্জাদুল আলম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
(পিআরঅ্যান্ডএইচআরডি ), ডিএমপি, ঢাকা। কর্মশালার দিনব্যাপী কার্যক্রম ঘোষনা করেন জনাব হাসিনা রহমান, অতিরিক্ত ডিআইজি (ট্রেইনিং), টিঅ্যান্ডআইএম পুলিশ, ঢাকা। কর্মশালায় উপস্থিত রিসোর্স পারসন, বিশেষজ্ঞ অতিথি ও অন্যান্য সদস্যবৃন্দ ০৪ টি গ্রুপে বিভক্কত করে Interoperability: Challenges and Possible Solutions বিষয়টিকে সামনে রেখে গ্রুপ
ভিত্তিক আলোচনা এবং পরবর্তীতে গ্রুপ ভিত্তিক যৌক্তিক ও সম্ভাব্য সমাধান বিষয়ে তাদের উপস্থাপনা ও সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। গ্রুপ লিডার হিসেবে নেতৃত্ব প্রদানকারী রিসোর্স পার্সনগণ যথাক্রমেঃ
গ্রুপ-১ । প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, আইআইসিটি, বুয়েট,ঢাকা।
গ্রুপ-২ । ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক , আইসিই ডিপার্টমেন্ট ডেফোডিল ইন্টাঃ ইউনিভার্সিটি।
গ্রুপ-৩ । মোহাম্মদ তাহেরুল ইসলাম, ডিজিএম (বহিঃ -০১) বিটিসিএল, মগবাজার, ঢাকা।
গ্রুপ-৪ । কাজী মোঃ আহসানুল হাবীব মিথুন, ডেপুটি ডিরেক্টর স্পেকট্রাম ডিভিশন,বিটিআরসি , ঢাকা।
কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন জনাব আসমা বেগম রিটা, পুলিশ সুপার(ট্রেইনিং), টিএন্ডআইএম পুলিশ, ঢাকা।









